Our Appeal
প্ৰিয় বন্ধু, শুভানুধ্যায়ী, সুশীল সমাজের কাছে খোলা আবেদন
আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত জামুরিয়া ব্লকে অবস্থিত একটি গ্রাম বরিনডাঙ্গা। এই গ্রাম প্রায় ৫০০ জন আদিবাসী অধ্যুষিত এলাকা। ভিক্ষা বৃত্তি এদের মূল পেশা। নেই পরনের যোগ্য কোনো পোষাক, নেই ভালো বাসস্থান। তবে এই মানুষগুলোর মধ্যে অন্তহীন ভালোবাসা আর আন্তরিকতা অমলিন। তাঁদের স্নেহের হিমেল পরশ যেন ছুঁয়ে যায় প্রতিটি মানব হৃদয়। এখানে বিদ্যালয় আছে, কিন্তু এদের প্রথাগত শিক্ষা নেই। সরকারী নথিপত্রের অভাবে এদের মেলে না কোনো সরকারী সুযোগ সুবিধা।
তাই এই মানুষগুলোর কাছে সমস্ত সরকারী সুযোগ সুবিধাসহ সমস্ত সরকারী প্রকল্পগুলো পৌঁছে দিতে ও ভালোবাসায় হৃদয়স্পর্শী, মমতাময়ী মানুষগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমারা ব্রতী হয়েছি। এই উদ্দেশ্যকে সফল করতে আমরা বদ্ধপরিকর।
আর তাই, প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, শুভানুধ্যায়ী সুশীল সমাজের কাছে আমাদের সনির্বন্ধ আবেদন, আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওই মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে সক্রিয় ভূমিকা পালন করুন। আপনার অমূল্য সময়ের থেকে একটু সময় ব্যয় করলে ওদের জীবনমান বদলে যেতে পারে, অপর দিকে ওদের মুখের অমলিন হাসি আর অকৃত্তিম ভালোবাসা এনে দিতে পারে আপনার মানসিক প্রশস্তি।
তাই, টুক টুক করে এগিয়ে আসুন। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি উন্নয়নের লক্ষ্যে। বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ে উঠবে।
"আমরা করব জয়, নিশ্চয়"
Previous page: Current Notification
Next page: Current News